শিরোনাম
০১ মার্চ ২০২৫ তারিখের দৈনিক মামলার প্রতিবেদন।
বিস্তারিত
#৮০০০(আট হাজার) পিস_ইয়াবা_উদ্ধার ও
====================================
০১/৩/২০২৫ খ্রিঃ তারিখ সহকারী পরিচালক মহোদয়ের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার কর্তৃক আয়োজিত রাত ১৮.৩০ ঘটিকায় উপপরিদর্শক জনাব তুন্তু মনি চাকমার নেতৃত্বে গঠিত রেইডিং টীম কক্সবাজার সদর মডেল থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০০০(আট হাজার) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক কারবারীকে কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আমামী
মোহাম্মদ ইসমাইল(২৫)গ্রেফতার
পিতা -মোঃ সেলিম
পশ্চিম কুতুবদিয়া পাড়া,
ওয়ার্ড-১, টেকনাফ, কক্সবাজার।
এ বিষয়ে উপপরিদর্শক জনাব তুন্ত মনি চাকমা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।