শিরোনাম
১৩ মার্চ ২০২৫ তারিখের দৈনিক মামলার প্রতিবেদন।
বিস্তারিত
#৬০০০(ছয় হাজার )পিস_ইয়াবা_উদ্ধার।
১৩/৩/২০২৫ খ্রিঃ তারিখ সহকারী পরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার মহোদয়ের নির্দেশনায় জেলা কার্যালয় কক্সবাজার কর্তৃক আয়োজিত বিকাল ৫.০০ ঘটিকায় উপপরিদর্শক জনাব মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম টেকনাফ ধানাধীন জাদিমুরা মহাসড়কের পূর্বপাশ্বে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০০(ছয় হাজার ) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক কারবারীকে কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামিঃ
মোঃ আরিফুল ইসলাম (১৯),গ্রেফতার
পিতা-মোঃ সাইফুল ইসলাম ,মাতা-আজিজা বেগম
সাংঃ জাদিমৃরা, ওয়ার্ড নং-৯,ইউপি-নীলা,টেকনাফ নীলা
ঝিলংজা,কক্সবাজার সদর, কক্সবাজার।
এ বিষয়ে সহকারী উপপরিদর্শক জনাব বকুল কুমার সাহা বাদী হয়ে টেকনাফ থানায় ১টি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।