Title
০৯ মার্চ ২০২৫ তারিখের দৈনিক মামলার প্রতিবেদন।
Details
#১৮০০(এক হাজার আটশত)পিস_ইয়াবা_উদ্ধার
====================================
৯/০৩/২০২৫ খ্রিঃ তারিখ সহকারী পরিচালক মহোদয়ের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার কর্তৃক আয়োজিত ১৪.০০ ঘটিকায় উপপরিদর্শক জনাব মোঃ তায়রিফৃল এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম সদর ধানাধীন লিংকরোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮০০('এক হাজার আটশত) পিস ইয়াবা ও ১টি সিএনজিসহ ০১(এক) জন মাদক কারবারীকে কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামি
বজল করিম(৪২),গ্রেফতার
পিতা-নুরুল হক,মাতা- দিলারা বেগম
পূর্বমুকাতারকুল, দরগাহ, ঝিলংজা
কক্সবাজার সদর, কক্সবাজার।
এ বিষয়ে উপপরিদর্শক জনাব মোঃ তায়রিফুল বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।